রাঙ্গুনিয়া কলেজের অধ্যাপক ড. আবদুল মাবুদ সংবর্ধিত

রাঙ্গুনিয় প্রতিনিধি:  জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮-এ রাঙ্গুনিয়া কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আবদুল মাবুদ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শ

ফটিকছড়িতে জোটের প্রার্থী ভান্ডারীকে মেনে নিতে পারছেন না তৃণমুল আওয়ামীলীগ
‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ঘোষণা হতে যাচ্ছে হালদা নদী
জেঠীর হাতেই ৪ বছরের শিশু খুন ফটিকছড়িতে

রাঙ্গুনিয় প্রতিনিধি:  জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮-এ রাঙ্গুনিয়া কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আবদুল মাবুদ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ পোমরা কাজীপাড়া কৃর্তিমান ক্রিকেট টুর্ণামেন্ট উদ্যাপন কমিটির পক্ষ থেকে এলাকার সন্তান হিসেবে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত সভা পোমরা বাচা শাহ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মুহাম্মদ আবদুল মোনাফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইমাম গাজ্জালী কলেজের শিক্ষক আজিজুল ইসলাম চৌধুরী বাবুল, পোমরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ছৈয়দুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহেদুল ইসলাম, উপদেষ্ঠা আবুল হাসেম চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী মুহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী লিটন, আতিকুল ইসলাম চৌধুরী, বাবুন বিশ্বাস, সাজ্জাদুর রহমান, কাজী মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ হারুন, আয়োজক কমিটির আবুল মারুফ চৌধুরী, কাইছার রহমান, মো. তারেক, মো. রিয়াজ, মো. জমির, ইফতেখার হোসেন অভি, মো. জাহেদুল আলম জাবেদ, মো. রেজভী, মো. অপি, মো. রিপন, মো. হৃদয় প্রমুখ।