• December 1, 2024

রাঙ্গুনিয়া নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনের ৭ দিন আগে নির্বাচনী প্রতিদ্বন্ধীতা থেকে সরে দাাঁড়িয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক সেলিম ও শাহাদাত হোসেন তালুকদার। তারা দু’জনই সরকারি দল আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। ভাইস চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক সেলিম (উড়োজাহাজ) ও শাহাদাত হোসেন তালুকদার (টিয়াপাখি) প্রতিক নিয়ে নির্বাচনী মাঠে থাকলেও গত সোমবার বিকেল থেকে নির্বাচনী প্রচারণা স্থগিত করে তারা দু’জনই ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান। সেলিম উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও শাহাদাত চট্টগ্রাম উত্তর জেলা সৈনিক লীগের সহসভাপতি বলে দলীয় সুত্র জানায়।

সোমবার বিকেলে সাংবাদিকদের কার্যালয়ে এসে লিখিতভাবে জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পৃথক লিখিত বক্তব্যে তারা জানান, নির্দলীয় ভাবে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হলেও দলীয় সিদ্ধান্তে প্রতিদ্বন্ধী প্রার্থী চট্টগ্রাম উত্তরজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামকে সমর্থন দিয়েছে স্থানীয় আওয়ামীলীগ। তিনি তালা প্রতিক নিয়ে মাঠে রয়েছেন। দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন থেকে তারা সরে দাঁড়িয়েছেন বলে দাবী করেন। তারা ভোটার ও সমর্থকদের প্রতি অনুরোধ করেছেন যাতে তাদের ভূল না বুঝেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিম লিখিত বক্তব্যে পাঠ করার সময় উপস্থিত ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন আ.লীগ সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক জামাল উদ্দীন এবং শাহাদাত হোসেনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর লিখিত ঘোষণা প্রদানকালে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী, শহিদুল্লাহ চৌধুরী আয়ুব খাঁন, কেন্দ্রিয় যুবলীগ নেতা শেখ ফরিদ চৌধুরী প্রমূখ

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post