• October 12, 2024

রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারি পার্কের ক্যাবল কার চালু

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: প্রাকৃতিক দূর্যোগে অচল হয়ে পড়া রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকো পার্কের ক্যাবল কার রোপওয়ে) দেড় বছর পর পুনরায় চালু করা হয়েছে। গতকাল শনিবার সাবেক পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি ক্যাবল কার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোজাম্মেল হক শাহ চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, পৌরসভা মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার, রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায়, রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা, উত্তর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ইদ্রিছ আজগর, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আকতার খান, সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, চন্দ্রঘোনা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. ফোরকান সহ উপজেলা-ইউনিয়ন আওয়ামীলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইকো পার্কের কর্মরত ফরেষ্টার মো. হাসিবুর রহমান বলেন, রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বিটের আওতাধীন ২০১০ সালে ৫২০ একর বনভূমির উপর শেখ রাসেল এভিয়ারী ইন্ড ইকো পার্ক গড়ে তোলা হয়েছে। পার্কের অভ্যন্তরে কৃত্রিম হ্রদ, ২ দশমিক ৪ কিলোমিটার দুরত্বের ১২টি ক্যাবল কার (রোপওয়ে), দেশী-বিদেশী পাখির মিনি চিড়িয়াখানা, বিনোদন প্রেমীদের সবুজ পাহাড়ের কোলে বসার তোরন সহ বিনোদন কেন্দ্রীক বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। সৌন্দর্যে ঘেরা পার্কে দেশী-বিদেশী অনেক পর্যটকদের আগমনে পুরো এলাকা মুখরিত হয়। ক্যাবল কার চালু হওয়ায় টুরিষ্ট্যরা মনভরে উপর থেকে সবুজ পাহাড় উপভোগ ও অনায়াসে ঘুরতে পারবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post