• December 10, 2024

রাজনৈতিক অঙ্গণে নিবেদিত রফিকুল আনোয়ার খুঁজে পাওয়া কঠিন- মন্ত্রী মোশারফ

ফটিকছড়ি প্রতিনিধি: গৃহায়ন ও গণপুত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি বলেছেন, রাজনৈতিক অঙ্গণে একজন নিবেদিত প্রাণ রফিকুল আনোয়ার খুজে পাওয়া কঠিন। তিনি রাজনীতির মাঠে শুধু বিলিয়েছেন। নেননি কিছুই। তার কর্মকান্ড ছিল গণ মানষের সাথে। তাই ২০০১ সালের প্রহসনের নির্বাচনেও রফিকুল আনোয়ার নির্বাচিত হয়েছেন গণমানুষের ভোটে। তিনি ছিলেন সব শ্রেনীর মানুষের প্রতিনিধি। তাই তাকে দমাতে ১/১১ এর সেনা শাসিত সরকারের আমলেও অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু দমাতে পারেনি। তিনি বার বার ফিওে এসেছেন সাধারণ মানুষের কাতারে।

তিনি গতকাল শনিবার ফটিকছড়ির সাবেকসংসদ রফিকুলর আনোয়ারের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে নানুপুর ঢালকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।সভায় বিশেষ অতিথি রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি বলেন, আওয়ামীলীগের দূও সময়ের কান্ডারী ছিলেন রফিকুল আনোয়ার। ২০০১ সালে তিনি ও আমি অনেক কষ্ট কওে নির্বাচিত হই। সংসদে ও বাইরে দলের জন্য কাজ করি। তিনি একটি আলো ছিলেন, সেই আলো নিবে যাওয়ার কারণে আজ ফটিকছড়ির মানুষ কষ্ট পাচ্ছে। যেটি এখানকার মাঠ ঘাট দেখলে বুঝা যায়। অপর বিশেষ অতিথি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম বলেন বলেন, রফিক ভাই মাটি ও মানুষের বন্ধু ছিলেন। এখনো আছেন।

মানুষের জীবনের সাধনা থাকে সৃষ্টি কর্তাকে ওপাড়ে পাওয়ার জন্য রফিক ভাই তার কর্মের মাধ্যমে সৃষ্টিকর্তাকে পাওয়ার সব পথ তৈরী করে গেছেন। ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী সভাপতিত্বে অনুষ্টিত শোক সভায় বক্তব্য রাখেন, রফিকুল আনোয়ারের কন্যা খাদিজাতুল আনোয়ার সনি, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. জসিম উদ্দিন। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ছাত্রলীগ নেতা মো. শাহাজান, সৈয়দ মো. বাকের। কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. সেলিম, উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী দিলুয়ারা ইউছুপ, উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post