• July 27, 2024

রাজবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

আলমগীর হোসেন: মানিকছড়ি উপজেলার সদর অন্যতম প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রাজবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়’র উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন কল্পে মা সমাবেশ ও সমাপনী পরীক্ষায় জিপিএ গোল্ডেন এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

১৫মে মঙ্গলবার উপজেলা টাউন হল কক্ষে রাজবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোমানা আফরুজ রুমা, সঞ্চালনায় উক্ত অনুষ্টানের সভাপত্বিত করেন স্কুল কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, আরো বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শুভাষিস বড়ুয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আয়ুব আলী আনছারী, উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবু অজিত কুমার নাথ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, মায়েরা যথাযথ ভূমিকা পালন করলে ছেলেমেয়েরা অবশ্যই শিক্ষিত হবে। ছেলেমেয়েদের সুশিক্ষিত করতে পারলে পরিবার, সমাজ এবং দেশ এগিয়ে যাবে। প্রাথমিক পর্যায়ের কোমলমতি শিশুদের ব্যাপারে প্রত্যেক অভিভাবকদের বিশেষ করে মা’দের সতর্ক থাকতে হবে। পড়া-লেখাসহ তাদের বিকাশের দিকে বিশেষ নজর রাখতে হবে। তারা যাতে কোন ভাবেই পথভ্রষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি পড়ালেখার প্রতি বিশেষ নজড় দিতে হবে যাতে শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারে। অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post