• September 20, 2024

রাজস্থলীতে অবৈধ সেগুন কাঠ উদ্ধার

কাপ্তাই প্রতিনিধি: বাঙ্গালহালিয়া ও রাজস্থলী আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে মিনিট্টাক (পিরোজপুর ড- ১১-০৩৩০) ভর্তি অবৈধ কাঠ উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। আটককৃত কাঠ বনবিভাগের হেফাজতে নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রাজস্থলী আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. মিজানুর রহমানের নেতৃত্বে আমছড়া পাড়া ঝুলন্ত ব্রীজের পাশ থেকে গোপনে অবৈধভাবে কাঠ ভর্তি ট্টাক আটক করা হয়। গত বৃহষ্পতিবার কাপ্তাইয়ের রাইখালী ভালুকিয়া পাড়া থেকে গোপনে পাচারের উদ্দেশ্যে প্রস্তুতকালে ৮১ টুকরা সেগুন ও গামারী গোলকাঠ আটক করেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ এমদাদুল হক। আটককৃত কাঠের মূল্য প্রায় ২ লক্ষ টাকা। রাজস্থলীতে আটককৃত কাঠ ও ট্টাক রাজস্থলী সদর রেঞ্জ এবং ভালুকিয়া থেকে আটককৃত কাঠ রাইখালী রেঞ্জে হস্তান্তর করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post