রাজস্থলীতে একটি বাড়ী একটি খামার প্রকল্পের ঋণ বিতরণ
শান্তি রঞ্জন চাকমা, কাপ্তাই: রাজস্থলী উপজেলায় একটি বাড়ী একটি খামার প্রকল্প কার্যালয়ের উদ্যোগে সেবা সপ্তাহ উপলক্ষে গতকাল উপজেলার ৯জন উপকারভোগী উদ্যোক্তাদের মাঝে জনপ্রতি ৫০ হাজার করে মোট সাড়ে ৪ লাখ টাকা উদ্যোক্তা ঋণ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমা, এমপি প্রতিনিধি সুভাষ চন্দ্র তঞ্চঙ্গ্যা বাচ্চু, মহিলা এমপি প্রতিনিধি লংবতি ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমা, উপজেলা ওসি এলএসডি নাঈম ভূইয়া, একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক লুনা চাকমা, ইউপি চেয়ারম্যান সুশান্ত প্রসাদ তঞ্চঙ্গ্যা, উথান মারমা, ঞোমং মারমা প্রমুখ।