রাজস্থলীতে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন
শান্তি রঞ্জন চাকমা: রাজস্থলী উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস, অক্টোবর ২০১৯ ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বর থেকে এক বণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলার উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ ছাদেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, রাজস্থলী থানার ওসি তদন্ত সৈয়দ ওমর ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লাঅং মারমা, উপজেলা কৃষি অফিসার হাসিবুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী সুব্রত বড়য়া, মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান প্রমুখ।