• December 12, 2024

রাজস্থলীতে বির্শ্বকর্মা পূজা সম্পন্ন

কাপ্তাই প্রতিনিধি: রাজস্থলী উপজেলায় সনাতন সম্প্রদায়ের  শ্রী শ্রী বির্শ্বকর্মা পূজা বিভিন্ন ধর্মিয় অনুষ্ঠানেরর মধ্যে দিয়ে রাজস্থলী শ্রী শ্রী হরি মন্দির এবং বাঙ্গালহালিয়া সনাতন সম্প্রদায়ের ব্যবসায়ীদের উদ্যোগে বাঙ্গালহালিয়া বাজার চত্বরে বির্শ্বকর্মা পূজা উপলক্ষে এক মহতি ধর্মসভা গত রোববার রাতে অনুষ্ঠিত হয়। মহতি ধর্ম সভায় সভাপতিত্ব করেন বির্শ্বকর্মা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শিমুল দাশ।

প্রধান অতিথি ছিলেন বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা। প্রধান ধর্মীয় আলোচক ছিলেন বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের অধ্যক্ষ সনাতন ঋষি মহারাজ, বিশেষ অতিথি ছিলেন বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ এনামুল হক, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, বাঙ্গালহালিয়া শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির পরিচালনা কমিটির সহ সভাপতি বিশ্ব নাথ চৌধুরী, পুলক চৌধুরী, চিত্তরঞ্জন কর্মকার, লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি হারাধন দাশসহ বাজারের সনাতন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশিষ্ট্য গীতা পাঠক ছিলেন সুজন আচার্র্য্য।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post