• July 27, 2024

রাঙামাটির রাজস্থলীতে সন্ত্রাসীদের গুলিতে ১ সেনা নিহত, মাইন বিষ্ফোরণে আহত ২

মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি:  রাঙামাটির রাজস্থলী উপজলায় সেনাবাহিনীর একটি টহল দলের উপর গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এতে সৈনিক পদের এক সেনা সদ্যস্য গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত হয়েছেন আরো একজন। নিতহ সেনা সদস্যের নাম নাসিম। পরে ঘটনাস্থলে তল্লাসে চালাতে গিয়ে মাটিতে পুতে রাখা মাইন বিষ্ফোরণ হয়ে আরো দুই সেনা সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন ক্যাপ্টেন মেহেদি ও সৈনিক মুহসীন।

১৮ আগস্ট রোববার সকাল ১০টার দিকে উপজেলার গাইন্দা ইউনিয়নের দূর্গম পয়তু পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় সুত্র এ খবরের সত্যতা নিশ্চিত করেন। রাজস্থলী থানার ওসি তদন্ত সৈয়দ ওমর জানান, ঘটনাটি দূর্গম এলাকায় হওয়ায় ঘটনাস্থলে এখনো পুলিশ পৌঁছাতে পারেনি।

জানা গেছে, সকাল ১০টার দিকে ওই এলাকায় সেনা বাহিনীর একটি টহল দলের উপর উৎপেতে থাকা সন্ত্রাসীরা গুলি চালিয়ে পালিয়ে যায়। এ সময় দুই সেনা সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হন। আহত সেনা সদস্যকে উদ্ধার করে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে সৈনিক নাসিম মারা যান।

এ ঘটনার পর সেনাবাহিনীর আরো একটি দল ঘটানস্থলে তল্লাসী চালানোর সময় বিকেল সাড়ে তিনটার দিকে মাটিতে পুতে রাখা একটি মাইন বিষ্ফোরণ হলে গুরুতর আহত হন ক্যাপ্টেন মেহেদি ও সৈনিক মুহসীন। তাদের উদ্ধার করে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।

এ ঘটনার সাথে কারা জড়িত আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষনিকভাবে নিশ্চিত করতে না পারলেও স্থানীয়রা ধারনা করছেন মারমা লিবারেশন পার্টি (এমএলপি) নামক আঞ্চলিক একটি দলের সন্ত্রাসীরা এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে। ওই এলাকাটি এমএলপি অধ্যুষিত বলে জানায় স্থানীয়রা। এদিকে ঘটাস্থলে সেনাবাহিনী টহল দিয়ে তল্লাসী চালাচ্ছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post