রাজস্থলীতে ৫১টি বৌদ্ধ বিহারে খাদ্য শস্য বিতরণ

কাপ্তাই প্রতিনিধি: রাজস্থলী উপজেলায় ৫১টি বৌদ্ধ বিহারে ২৫.৫ মেঃ টন খাদ্য শস্য বিতরন করা হয়েছে। বৌদ্ধ ধর্ম সম্প্রাদায়ের প্রবরণা পূর্ণিমা উপলক্ষে উৎসব মুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে সারাদেশের ন্যায় রাজস্থলী উপজেলায় ৫১ টি বৌদ্ধ বিহারে ৫০০ কেজি করে মোট ২৫.৫ মেঃটন চাউল বিতরণ করা হয়েছে।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শেখ ছাদেক বলেন, বর্তমান সরকার সকল সম্প্রদায়ের মানুষ যাতে উৎসব মুখর পরিবেশে যার যার ধর্ম পালন করতে পারে সে লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, উপজেলায় ৫১টি বৌদ্ধ বিহারে বরাদ্দকৃত চাউল স্ব স্ব বিহার কমিটির মাধ্যমে বিতরণ করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post