রামগড়ে আগুনে পুড়ে ছাই কৃষকের বসতবাড়ি

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার ১নং পৌর ওয়ার্ডে নিতাই বৈষ্ণব পাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২টি বসতঘর পুড়ে অন্তত ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রামগড় পৌরসভাধীন ১ নং পৌর ওয়ার্ড নিতাই বৈষ্ণব পাড়া গ্রামের কৃষক কেশব ত্রিপুরার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে ওই বাড়ির রান্না ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে কৃষক কেশব ত্রিপুরার ঘর ২টি আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরগুলোতে লোকজন না থাকায় দ্রুত কোন জিনিস পত্র বের করতে না পারায় সব পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার পর খবর পেয়ে রামগড় ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শণ করেন।
এসময় তাৎক্ষণিক খবর পেয়ে ইউএনও – পৌর প্রশাসক মমতা আফরিন সরজমিন পরিদর্শন করেন এবং সার্বিক সকল সহযোগিতা করবেন বলে জানান।
রামগড় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পৌঁছার পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্না ঘর থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।