রামগড়ে আলোচনা সভা- মানববন্ধনের মধ্যদিয়ে দুর্নীতিবিরোধী দিবস পালিত
রতন বৈষ্ণব ত্রিপুরা,রামগড়: ‘‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা’’এ স্লোগানকে সামনে রেখে আলোচনা সভা ও মানববন্ধনের মধ্যদিয়ে খাগড়াছড়ি জেলাধীন রামগড় উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ পালিত হয়েছে। ৯ ডিসেম্বর সকাল ১১টায় রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথ আয়োজনে এবং সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ এবং পৌর প্রশাসক জনাব মমতা আফরিন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, রামগড় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাঈন উদ্দিন, বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহেদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও প,প,কর্মকর্তা ডা:মো, এবিএম মোজাম্মেল হক প্রমূখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, আমরা প্রত্যেকে দূর্নীতি করব না, দূর্নীতি করতে দিবনা, দুর্নীতি সইব না। আজকের তারুন্যেরা যারা আছেন আগামীর দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হবে তাদের। মানুষ হিসেবে মানবিক গুলাবলি দিয়ে স্ব স্ব প্রতিষ্ঠানে কাজ করলে দূর্নীতি কমে আসবে। মানুষের অধিকার গুলো পাওয়ার জন্য কোন ধরনে কিছু না নিয়ে কাজ করতে হবে। দূর্নীতি করে প্রচুর অর্থ সম্পদের পাহাড় করে সাময়িক সুখ-শান্তি পাওয়া যায়, কিন্তু দীর্ঘ মেয়াদি শান্তি পাওয়া যায় না বলে মন্তব্য করেন।
অনুষ্ঠান শেষে রামগড় পৌরসভার কার্যালয়ের সামনে এক দুর্নীতিবিরোধী মানববন্ধনে অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথি, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক – শিক্ষার্থী, দুপ্রক কমিটির সদস্যসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।