রামগড়ে ইঁদুর নিধন অভিযান নিয়ে আলোচনা সভা
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি এক সাথে’ এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কুমার কারবারী।
বুধবার (২৭ অক্টোবর) সকাল ১১টার সসময় উপজেলা টাউন হলে উপকেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামগড় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলী আহাম্মদে সহ প্রমুখ।
আলোচনা সভায় ইঁদুর নিধন পদ্ধতি, ইঁদুর দ্বারা বিভিন্ন কৃষিপণ্যের ক্ষয়-ক্ষতি, জাতীয় কৃষি অর্থনীতিতে ইঁদুরের ক্ষতির প্রভাব এবং ইঁদুর থেকে ফসল রক্ষায় কৃষকদের করণীয় বিষয়ে আলোকপাত করা হয়।
উপজেলা কৃষি উপ-সহকারী উদ্বিদ সংরক্ষণ কর্মকর্তা সানা উল্যাহর সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদ চৌধুরী। সভা শেষে ৩০জন কৃষককে ইঁদুর মারার কল ও ইঁদুর মারার ওষুধ বিতরন করা হয়।