• December 13, 2024

রামগড়ে করোনা কালীণ প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ পেলেন ১ হাজার পরিবার

 রামগড়ে করোনা কালীণ প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ পেলেন ১ হাজার পরিবার

রামগড় প্রতিনিধি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে চলছে কঠোর লকডাউন। এ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে রামগড় পৌরসভার ৯টি ওয়াডে ১(এক হাজার) জন কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ – মাস্ক বিতরণ করেছে রামগড় পৌরসভা।

বৃহঃপতিবার (২৯ জুলাই) সকাল থেকে দিনব্যাপী রামগড় পৌরসভার উদ্যোগে পৌর কার্যালয়ে করোনায় কর্মহীন ও দুস্থ পাহাড়ি এবং বাঙালী পরিবারের মাঝে এ ১০ কেজি চাউলসহ মাস্ক বিতরণ করেন  পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান (কাজী রিপন)।
রামগড় পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান (কাজী রিপন) এ প্রতিনিধিকে বলেন, চলমান মহামারী করোনা প্রার্দুভাবের  মধ্যে  মাননীয়  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উপহার ত্রাণ সামগ্রী বিতরণ সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য পৌরসভার একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। বর্তমানে এরূপ কার্যক্রম চলমান রয়েছে। এসময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মানাসহ মাস্ক পরিদানের আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আইসিটি প্রোগ্রামার রেহান উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সমর মজুমদারসহ বিভিন্ন ওয়াডের কাউন্সিলরসহ পৌরসভার দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা- কর্মচারী বৃন্দ।

 

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post