রামগড়ে ডিজিটাল বাংলাদেশ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
রামগড় (খাগড়াছড়ি)প্রতিনিধি: রামগড়ে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিরতণের মধ্যদিয়ে দিবসটি পালন হয়।
রবিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও আইসিটি অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।
সভায় অন্যেদের মধ্যে আরো বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান, কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলী আহাম্মদ, শিক্ষা অফিসার মো: ইলিয়াছ, শহর সমাজ সেবা কর্মকর্তা আনোয়ার হোসেন, সাংবাদিক করিম শাহ সহ প্রমুখ।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন। পরে বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।