রামগড়ে দুস্থদের মাঝে বিজিবি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রামগড়ে দুস্থদের মাঝে বিজিবি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: বর্তমানে কনকনে শীতে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ও রামগড় জোন সীমান্ত এলাকার পাহাড়ি-বাঙালি এবং গরীব অসহায় মানুষের কষ্ট

মানিকছড়ি বাজারে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তি
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ’র পাল্টা সাংবাদিক সম্মেলন
লক্ষ্মীছড়িতে লিন প্রকল্পের বার্ষিক বাস্তবায়িত কার্যক্রম কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: বর্তমানে কনকনে শীতে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ও রামগড় জোন সীমান্ত এলাকার পাহাড়ি-বাঙালি এবং গরীব অসহায় মানুষের কষ্ট কিছুটা দূর করার লক্ষ্যে শীতার্তদের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করেন। বিজিবি কর্তৃপক্ষ স্থাস্থ্যবিধি মেনে রোববার(১৬ জানুয়ারী) সকাল ১০টায় তৈইচালা পাড়াস্থ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি) সদর দপ্তর প্রাঙ্গনে ও রামগড় জোনের আওতায় বিভিন্ন বিওপি এলাকায় একযোগে শীতার্তদের মাঝে কম্বল-বস্ত্র বিতরণ করেন।

বিনামূল্যে শীতবস্ত্র বিতরণকালে জোন কমান্ডার লে. কর্ণেল আনোয়ারুল মাযহার পিএসসি বলেন, ৪৩বিজিবি ও রামগড় জোনের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বিভিন্ন বিওপি সহ তার আশে পাশে এলাকায় ৮ শত গরীব ও দুস্থ অসহায় শীতার্তদের মাঝে মানবিক দায়বদ্ধতা থেকে কম্বল ও শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। এসময় উপস্থিত ছিলেন ৪৩ বিজিবি দায়িত্বরত কর্তৃপক্ষসহ জোন জেসিও নায়েব সুবেদা মোঃ জাহান এবং দায়িত্বরত বিজিবি সদস্যগণ।