• July 27, 2024

রামগড়ে পৌরসভা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে জরিমানা

 রামগড়ে পৌরসভা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে জরিমানা

রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: রামগড় পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কাউন্সিলর প্রার্থীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে ৯নং ওয়ার্ড পৌর শহরের মোড়ে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব বাসুদেব মালো। এসময় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব সালাউদ্দিন সুলতান(সুমন মাস্টার) কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার এ প্রতিনিধিকে জানান- রামগড় পৌরসভা নির্বাচনী ২০২১ এর তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী আচরণ বিধিমালা বাস্তবায়নের লক্ষে প্রশাসন কাজ করে যাচ্ছে।

আজ বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব বাসুদেব মালো মহোদয় ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন সুলতান(সুমন মাস্টার)কে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার অপরাধে বিধি ১৬ এর লঙ্ঘনের দায়ে বিধি ৩১ অনুযায়ি ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post