• April 24, 2025

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন তৃণমূল পরিবার

 রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন তৃণমূল পরিবার

রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলায় সাম্প্রতিক সময়ে বন্যায়ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন জেলা তৃণমূল উন্নয়ন সংস্থা। সোমবার সকাল ১০ টায় খেদা এলাকা ও নিউ রামগড় সরকারী প্রা: বিদ্যালয়ে আশ্রয় নেয়া অর্ধ শতাধিক বন্যার্তদের মাঝে চাল, ডাল, তেল, সয়াবিন বড়ি, পেয়াঁজ, লবনসহ জনপ্রতি ১টি করে প্যাকেট তুলে দেওয়া হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন সরজমিনে উপস্থিত থেকে এ ত্রাণ বিতরণ করেন। এসময় তৃণমূল পরিবারের পক্ষ হতে বন্যায় কবলিতদের জন্য ত্রাণ সহায়তা কালে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা ইয়ুথ গ্রুপের সদস্যগন।

ত্রাণ বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা তৃণমূল উন্নয়ন সংস্থা আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী ধনেশ্বর দেওয়ান, জেলা আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রিটন চাকমা, জেলা নাগরিক প্লাটফর্ম এর সদস্য – সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা- মো. বাহার উদ্দিন, উপজেলা ইয়ুথ গ্রুপের সভাপতি পুলক বড়ুয়া, সদস্য গোলাপ ত্রিপুরা, সোমা ত্রিপুরা, মো. আবদুল রহিম বিশাল, মাহমুদুল হাসান প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post