• July 27, 2024

রামগড়ে মহান বিজয় দিবস-হানাদার মুক্ত দিবস পালন ও আইন-শৃঙ্খলা সভা

 রামগড়ে মহান বিজয় দিবস-হানাদার মুক্ত দিবস পালন ও আইন-শৃঙ্খলা সভা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন ও রামগড় হানাদার মুক্তদিবস পালন এবং আইন-শৃঙ্খলা সভা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। সভায় মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন ও রামগড় হানাদান মুক্ত দিবস পালন এবং আইন-শৃঙ্খলা সভার বিস্তারিত আলাচনা করা হয়।

এ সময় সভায় আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, রামগড় থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাস, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, ১নং ইউপি চেয়ারম্যান শাহআলম, উপজেলা প্রশাসনে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আনসার- বিজিবি প্রতিনিধি, শিক্ষক, দুপ্রক সদস্য সদস্যা, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post