রামগড়ে মাশরুম চাষ ও উৎপাদন উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ি’র রামগড়ে ” দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” এ শ্লোগানকে সামনে রেখে মাশরুম চাষ ও উৎপাদন উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
২৩ এপ্রিল বুধবার সকাল ১১টায় বল্টুরাম টিলাস্থ ” ত্রিপুরা যুব কল্যাণ সমিতি ” প্রশিক্ষণ কক্ষে ৭(সাত) দিনব্যাপী তরুণ- তরুণী উদ্যোগীদের নিয়ে কিভাবে কোন পদ্ধতিতে মাশরুম চাষ ও উৎপাদন করা সম্ভব সে বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় সামাজিক প্রতিষ্ঠান ত্রিপুরা যুব কল্যাণ সমিতি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মাশরুম চাষের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন। প্রধান অতিথি বলেন, মাশরুম হলো পুষ্টিকর, সুস্বাদু ও ঔষধি গুণ সম্পন্ন একটি খাদ্য। এতে ভিটামিন, প্রোটিন এবং মিনারেলের পরিমাণ বেশি আছে। বিশেষজ্ঞদের মতে, মাশরুম খেলে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তাই শরীর স্বাস্থ্য ভালো রাখতে সবজি হিসেবে মাশরুম খাওয়া সহ বেশি বেশি চাষ করার আহ্বান জানান।
এসময় বিশেষ অতিথি ছিলেন রামগড় যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হুমায়ুন কবীর। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শামীম সরকারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার অপারেটর মোহাম্মদ গিয়াস উদ্দিন, যুব আত্মকর্ম সংস্থার প্রশিক্ষক সাথোয়াই মারমা, আনসার ভিডিপির ওয়ার্ড লিডার গোলাপ ত্রিপুরা সহ প্রশিক্ষণার্থীগন প্রমূখ।