• January 24, 2025

রামগড়ে মে দিবস পালিত

 রামগড়ে মে দিবস পালিত
রতন বৈষ্ণব ত্রিপুরা,রামগড়: সারাদেশের ন্যায়  রামগড় উপজেলায় জাতীয় শ্রমিক লীগ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মহান মে দিবস পালন করা হয়েছে।
দিবসটি  উপলক্ষে রবিবার (১লা মে)সকাল সাড়ে ১০টায় রামগড় বাসষ্ট্যান্ড হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে নিজস্ব কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় পৌর শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ হানিফ পাটোয়ারীর সভাপতিত্বে দিবসটি তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আবুল মিয়া, জাতীয় শ্রমিক লীগ রামগড় শাখা ও অটোরিকশা চালক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হৃদয় রহমান রনি,পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহজাহান প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ সম্পাদক মোঃ ইব্রাহিম, প্রচার সম্পাদক আমিনুল হক,দপ্তর সম্পাদক মৃদুল চক্রবর্তী,উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন,ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক নুর ইসলাম, রামগড় উপজেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক সোহাগসহ শ্রমজীবী সংগঠনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post