রামগড়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: সারা দেশের ন্যায় রামগড়ে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, সদ্য নবনির্বাচিত পৌর মেয়র মোঃ রফিকুল আলম কামাল,রামগড় থানা অফিসার ইনচার্জ মোঃ সামসুজ্জামান,স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাঃ প্রতীক সেন,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান।
এসময় শহীদ বুদ্ধিজীবিদের স্মরণ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন,রাবাউবিদালয়ের প্রধান শিক্ষক ফয়েজুর রহমান,রাসউবিদালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউসার, আসাদুজ্জামান ভূঁইয়া, মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, বাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ শাহআলম, স্থানীয় সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু প্রমুখ।
এতে আরো সরকারী -বেসরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।