• October 14, 2024

রামগড়ে ২য় বারের মত বিজয়ী বিশ্ব প্রদীপ কুমার কারবারি

 রামগড়ে ২য় বারের মত বিজয়ী বিশ্ব প্রদীপ কুমার কারবারি

 রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ি রামগড় উপজেলায় বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা।

উপজেলার ২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে ২০টি কেন্দ্রে ৯১টি কক্ষে ২৩ হাজার ৮ শত ৩২ জন পুরুষ এবং ২২ হাজার ৮ শত ৮৭ জন নারী ভোটার রয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো: জমির উদ্দিন ফলাফল ঘোষণা কালে জানান, রামগড় উপজেলায় ২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪৬ হাজার ৭শত ১৯ জন। তার মধ্যে রামগড় পৌরসভায়- পুরুষ :১১ হাজার ৬শত ২৬জন। মহিলা: ১০হাজার ২৮ জন। মোট- ২২ হাজার ৬ শত ৫৪জন। পাতাছড়া ইউপি- পুরুষ: ৫হাজার ৭শত ৩৮ জন। মহিলা: ৫ হাজার ৭ শত ৪০ জন মোট- ১১ হাজার ৪শত ৭৮ জন। রামগড় সদর ইউপি- পুরুষ: ৬ হাজার ৪শত ৬৮ জন। মহিলা: ৬ হাজার ১শত ১৯ জন। তার মধ্যে পুরুষ: ২৩ হাজার ৮শত ৩২ জন এবং মহিলা: ২২হাজার ৮শত ৮৭ জন। রামগড় উপজেলায় সর্বমোট ভোটার সংখ্যা- ৪৬ হাজার ৭ শত ১৯ জন। তিনি বলেন,রামগড় উপজেলার ২০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল পাওয়া তথ্য মতে,

৬ষ্ঠ উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নের ৮ মে প্রথম ধা‌পের  নির্বাচ‌নে রামগড় উপ‌জেল‌ায় চেয়ারম্যান প‌দে বিশ্ব প্রদীপ কুমার কারবারী স্বতন্ত্র (আনারস) প্রতীক ১৩ হাজার ৮শত ৪৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মোঃ আব্দুল কাদের (দোয়াত কলম) ৮৪৪৭ ভোট,
কংজঅং মারমা(ঘোড়া) ২০৭৯ভোট। বৈধ ভোটের সংখ্যা – ২৪,৩৬৯, বাতিল কৃত ভোটের সংখ্যা – ৪৮৬, প্রদত্ত ভোটের সংখ্যা – ২৪,৮৫৫, শতকরা হার- ৫৩,২০%। ভাইস চেয়ারম্যান প‌দে মোঃ মোবারক হোসেন (চশমা) স্বতন্ত্র প্রার্থী ১০,৯৭১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। মোঃ আনোয়ার ফারুক( টিয়া) প্রতীক ৪,৪১২ ভোট, মোঃ ওমর ফারুক (মাইক) ১,২২৪ ভোট, মোঃ নূরুল আমিন( টিউবওয়েল) ৩,৮৪৭ ভোট, মোঃ শামছুদ্দিন মিলন (তালা) ৩,৫৩২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান প‌দে নাছিমা আহসান নীলা (প্রজাপতি) প্রতীক ১৬,০০০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পয়েছেন হাছিনা আক্তার (কলস)৭,৫৬৩ ভোট।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post