• September 11, 2024

রামগড়ে ৪টি ইটভাটায় মোবাইল কোর্ট; ৪ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ

 রামগড়ে ৪টি ইটভাটায় মোবাইল কোর্ট; ৪ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড়ে ৪টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।

২৪ জানুয়ারি বুধবার সকাল ১১ টায় উপজেলার দাতারামপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অভিযান পরিচালনা করেন, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিন। এতে উপস্থিত ছিলেন রামগড় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা রোকনুজ্জামান ও রামগড় থানার পুলিশ প্রতিনিধি, রামগড় ফায়ার সার্ভিসের প্রতিনিধিসহ রামগড় রেঞ্জের সদস্য বৃন্দ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এ প্রতিনিধিকে বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ নম্বর ধারা অনুযায়ী ইট ভাটায় জ্বালানি কাঠ ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ কিন্তু এই ধারা মোবাইল কোর্ট আইনের তফসিলভুক্ত নয়, তাই নিয়মিত মামলা করার জন্য বন বিভাগকে নির্দেশ প্রদান করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post