রামগড়ে ৫ম পর্যায়ে ৮৯ জন গৃহহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহ

Homeঅন্যান্য

রামগড়ে ৫ম পর্যায়ে ৮৯ জন গৃহহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহ

রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫ম

লক্ষ্মীছড়িতে সাবেক ইউপি চেয়ারম্যান নিলবর্ণ চাকমাকে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি
মহালছড়ি জোনের উদ্যোগে সেবা প্রকল্প “কমিউনিটি ক্লিনিক” পরিচালনা
খাগড়াছড়ি হানাদার মুক্তদিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শোভাযাত্রা

রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ৮৯জন পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে জমি ও গৃহ হস্তান্তর করা হয়।

১৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় সারা দেশের ন্যায় রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে যুক্ত হয়ে গণভবন থেকে প্রধানমন্ত্রীর ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ে উপকারভোগীদের মাঝে নব নির্মিত ঘর ও গৃহ হস্তান্তরের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে জমি ও গৃহ হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতা আজ এ কার্যক্রম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাস, প্রকল্পের সদস্য সচিব ও পিআইও নজরুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলা সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন এর কারিগরি সহযোগিতায় উপকারভোগী পরিবারসহ সরকারী পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রিন্ট- ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।