রামগড় ইবতেদায়ী নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসার অভিভাবক সমাবেশ

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রামগড় উপজেলার ইবতেদায়ী নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসার অভিভাবক সমাবেশ এবং হেফজ সমাপনী শিক্ষার্থীদের দস্তারবন্দী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে রামগড় কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে এ মা সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন ২৯৮ নং আসনের সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। রামগড় নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো: জসিম উদ্দিন এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, উপজেলা বিএনপি সভাপতি ইব্রাহিম খলিল প্রমুখ।
এসময় বিশেষ অতিথি ছিলেন রামগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ আব্দুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু, উপজেলা বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অভিভাবক- শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। পরে জহিরুল ইসলাম সঞ্চালনায় মাদ্রাসার কর্তৃপক্ষ প্রধান অতিথিকে ফুলদিয়ে বরণ শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলেদেন দেন প্রধান অতিথি সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া।