রামগড় মাষ্টার পাড়ায় নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক
রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং আসন খাগড়াছড়ির সংসদ সদস্য প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা’র নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৩ জানুয়ারী সন্ধ্যায় রামগড় পৌরসভাস্থ ৪নং ওয়ার্ডের টিন্ডটি মাঠে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজ সেবক আফ্রু চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা হোসেন। রাজু মারমার সঞ্চালনায় ও উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক -স্থানীয় ৪ নং পৌর ওয়ার্ড কাউন্সিলর আহসান উল্লাহ এর সার্বিক ব্যবস্থাপনায় উঠান বৈঠকে বক্তব্যে রাখেন, সুমন বড়ুয়া, মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদিকা নাসিমা আহসান নীলা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন, ছাত্রনেতা আনোয়ার জাহিদ ছোটন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ২ নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহআলম, পৌর আ’লীগের সাবেক সভাপতি আয়ুব আলী, উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, পৌর আ’লীগের সভাপতি ও পৌরসভা মেয়র রফিকুল আলম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি। সভায় বক্তারা বলেন বাংলাদেশকে বিশ্বের মানচিত্রের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে এবং রামগড়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, পৌর কাউন্সিলর আবুল বশর-শ্যামল ত্রিপুরা-কণিকা বড়ুয়া- আবুল কাশেম, বাজার কমিটির সভাপতি সালাহ উদ্দিন সুমন, উপজেলা আ’লীগ, যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ ও এলাকার ময়-মুরুব্বীগন উপস্থিত ছিলেন। ২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় রামগড়ে মোট ভোটার সংখ্যা ৪৫ হাজার আটশত ৫২ জন। তার মধ্যে পুরুষ ২৩ হাজার তিনশত ১৯ জন এবং মহিলা ২২ হাজার পাঁচশত ৩৩ জন। আগামী ৭ জানুয়ারী ১৬ টি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।