• December 12, 2024

রামগড় সীমান্তে আটক ভারতীয় আট নাগরিককে ফেরত

খাগড়াছড়ি প্রতিনিধি: শনিবার দুপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে তাদের হস্তান্তর করা হয়। এদের মধ্যে ছয়জন স্কুলছাত্রী ছিলেন। আটকরা হলেন- রাম প্র মগ, মনি মগ, কনিকামগ, আইথুঅং মগ, উষাঅং মগ, ছিংবাই মগ, রাহুল মগ, আখড়াই মোগিনি। আটক ছাত্রীরা ভারতের দক্ষিণ ত্রিপুরা বেলুনিয়া শান্তি বাজার বাইক হরা বালিকা বিদ্যালয় ও সাবরুম মহকুমার বৈষ্ণব পুর হাই স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী।

রামগড় ৪৩ বিজেপির কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ জয়নুদ্দীন বলেন, বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ছয় স্কুলছাত্রীসহ আট ভারতীয় নাগরিককে বিএসএফ’র হাতে হস্তান্তর করা হয়। তিনি আরো বলেন, বিজিবি পক্ষে নেতৃত্ব দেন রামগড় বিওপির কোম্পানি কমান্ডার মোহাম্মদ জয়নুদ্দীন। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন দক্ষিণ ত্রিপুরার কাঁঠালছড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর রণ ওয়া।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post