• February 18, 2025

রামগড় স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে উপদেষ্টা

 রামগড় স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে উপদেষ্টা

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন নৌপরিবহন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন।

১২ জানুয়ারি রবিবার দুপুরে রামগড় স্থলবন্দরে সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ- ভারত মৈত্রী সেতু ১ সহ স্থলবন্দরের নির্মানাধীন বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন। পরে রামগড় বন্দর কতৃপক্ষ, প্রশাসন, সীমান্ত নিরাপত্তা বাহিনী, আইন-শৃংখলা বাহিনীর সমন্বয়ে আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, রামগড় স্থলবন্দরের কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। সার্বিক বিষয়ে দ্রুত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি কমিটি গঠন করে যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য ব্যবস্থা গ্রহন করা হবে বলে পরিদর্শন কালে তিনি জানান।

উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল এস.এম আবুল এহসান, খাগড়াছড়ি’র জেলা প্রশাসক সহিদুজ্জামান, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, রামগড় ৪৩ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নূর উদ্দিন, ইউএনও মমতা আফরিন, ওসি মঈন উদ্দিন, রামগড় স্থলবন্দর ইনচার্জ মোহাম্মদ আমান উল্লাহ, স্থলবন্দর প্রকল্প পরিচালক সরোয়ার আলমসহ জেলা -উপজেলার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post