• November 7, 2024

রামগড়ে অজ্ঞাত মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার 

রামগড় প্রতিনিধি: রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাজারের পেছনের একটি পুকুর থেকে শুক্রবার সকাল ৯টার দিকে মধ্যবয়সি এক অজ্ঞাত মহিলার অর্ধগলিত লাশ পুলিশ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,  উপজেলার নাকাপা বাজারের পিছনে নুরুল আবছারের বাড়ির মহিলারা পুকুরে  সকালে ভেসে উঠা লাশটি দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে। তবে পুলিশ ও স্থানীয়রা লাশটি শনাক্ত করতে পারেনি।
রামগড় থানা অফিসার ইনচার্জ মো: সামসুজ্জামান এ প্রতিনিধিকে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই পুকুর থেকে  ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। লাশে পরিচয় শনাক্ত করণের চেষ্টা চলছে। ময়নাতদন্তর রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post