• January 16, 2025

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১জনকে ৫০ হাজার টাকা জরিমানা

রতন বৈষ্ণব ত্রিপুরা: অবৈধভাবে লামকু ছড়া থেকে বালু উত্তোলনের দায়ে খাগড়াছড়ির রামগড়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকাল বেলায় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের লামকু পাড়া এলাকার ছড়া থেকে ইজারা গ্রহণ ছাড়া অবৈধভাবে ১কি:মি: এর মধ্যে বালু উত্তোলনের দায়ে মুজিবুর রহমান সুমনকে ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত ।

উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ প্রতিনিধিকে জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর ১১ ও ১৫ ধারা লঙ্ঘনের দায়ে অপরাধীকে এ অর্থদণ্ডে দন্ডিত করা হয়। তিনি বলেন, অত্র উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post