রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত
রামগড় প্রতিনিধি: রামগড় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে “প্রজন্ম হোক সফলতার সকল নারীর অধিকার” এ শ্লোগানকে সামনে রেখে ৮মার্চ আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১১টায় উপজেলা টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রাম কর্মকর্তা রেহান উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন- প.প.কর্মকর্তা মাসুদ মামুন,উপজেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: আলী, তথ্য বিষয়ক কর্মকর্তা তথ্য আপা শাপলা আক্তার, রামগড় উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা, সাংবাদিক করিম শাহ প্রমূখ।
এতে আরো উপস্থিত ছিলেন সরকারী-বেসরকারী কর্মকর্তা, মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষণার্থীকর্মী, গণ্যমান্য ব্যক্তিবগসহ স্থানীয় সাংবাদিক প্রমূখ।