রামগড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভা

রামগড় প্রতিনিধি: রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহ:বার(১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পরিষদ হলরুমে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদ

ওয়াদুদ ভূইয়ার ভাতিজা মুরাদ’র মৃত্যুতে জেলা বিএনপির শোক
আপডেট: মানিকছড়িতে সন্ত্রাসী ও সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়, সেনা অফিসার আহত
পার্বত্য জেলা পরিষদ উচ্চ শিক্ষা বৃত্তির আবেদন আহবান

রামগড় প্রতিনিধি: রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহ:বার(১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পরিষদ হলরুমে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় ইউএনও(ভা) সরওয়ার উদ্দিন এর সভাপত্বিতে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহআলম, সাংবাদিক করিম শাহ্ প্রমুখ। এতে সরকারী-বেসরকারী কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধাগন, সাংস্কৃতিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রামগড় উপজেলা প্রেস ক্লাবের সদস্যসহ স্থানীয় সাংবাদিক গন উপস্থিত ছিলেন। মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২০ উদ্যাপন উপলক্ষে রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সারাদেশের ন্যায় একযুগে পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

পুষ্পমাল্য ও শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো, মোনাজাত এবং সকাল ৭টায় প্রভাতফেরিসহ বিভিন্ন অনুষ্ঠানমালা হাতে নেয়া হয়েছে।