• October 8, 2024

রামগড়ে ইয়াবাসহ আটক ২

রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড়ে ৩০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে রামগড় থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এস আই নুরুল আলমের নেতত্বে পুৃলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার পাতাছড়াস্থ নাকাপা হাসান গাজি (২৬) ও আঃ রাজ্জাক (২২) নামে ২ জনকে ৩০ পিস ইয়াবাসহ আটক করে।

আটককৃত হাসান গাজি দিঘীনালা উপজেলার ছোট মেরুং ইউনিয়নের মোঃ মনসুর আলমের ছেলে  ও আঃ রাজ্জাক মাটিরাঙ্গা উপজেলার মোহাম্মদপুর এলাকার আঃ মান্নানের ছেলে। প্রাথমিক অনুসন্ধানে তারা দুজনই মাদক ব্যবসার সাথে আগে থেকেই জড়িত বলে জানা গেছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোঃ আব্দুল হান্নান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post