রামগড়ে উদযাপন করা হয়েছে পাক হানাদারমুক্ত দিবস
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির রামগড়ে শনিবার(৮ ডিসেম্বর) যথাযোগ্য মর্যদায় উদযাপন করা হয়েছে পাক হানাদারমুক্ত দিবস।
১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা পাকবাহিনীকে পরাস্ত করে রামগড়কে শক্রমুক্ত করেন। উপজেলা প্রশাসন হানদারমুক্ত দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করে। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে লেকপার্কে অবস্থিত মুক্তিযুদ্ধের বিজয় ভাস্কর্য চত্বরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার উন্মে ইসরাতের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, মো. মোস্তফা, মফিজুর রহমান, সাবেক এমপি একেএম আলীম উল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, জেলা আওয়ামী লীগ নেতা নির্মলেন্দু চৌধুরি, প্যানেল মেয়র আহসান উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের নেতা কাজী নুরুল আলম, পুলিশ কর্মকর্তা আশরাফ কামাল প্রমুখ।