রামগড়ে ওএমএস’র কার্যক্রমের উদ্বোধন

 রামগড়ে ওএমএস’র কার্যক্রমের উদ্বোধন

রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: রামগড়ে সারাদেশের ন্যায় বর্তমান সরকার করোনা পরিস্থিতিতে পরবর্তী সময়ে বিবেচনা করে অসহায়-দুঃস্থ মানুষের জন্য ওএমএস এর কার্

মানিকছড়িতে লাশবাহী এ্যাম্বুলেন্স’র চাপায় স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু
পানছড়িতে মুক্তিযোদ্ধার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ
জুয়া খেলার সংবাদ প্রকাশ করায় “সাপ্তাহিক আলোকিত পাহাড়” সম্পাদককে প্রাণনাশের হুমকি
রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: রামগড়ে সারাদেশের ন্যায় বর্তমান সরকার করোনা পরিস্থিতিতে পরবর্তী সময়ে বিবেচনা করে অসহায়-দুঃস্থ মানুষের জন্য ওএমএস এর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহ:বার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌর সভাস্থ ৩টি এলাকায় প্রতিটি ২টি লাইনে একদিকে  টিসিবির কার্ডারী অপরদিকে সাধারণ জনগন। প্রতিজন ৩০ টাকা হারে ৫ কেজি করে চাউল উত্তোলন করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে উক্ত কার্যক্রমে প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিমো চাকমা, ওসিএলএসডি মো: শহীদ আলম, স্থানীয় সাাংবাদিক শুভাশীষ দাস – রতন বৈষ্ণব ত্রিপুরা- মো: নিজাম তুহিন, মো: মাসুদ রানা- মো: শরীফ প্রমূখ।
উপজেলা খাদ্য কর্মকর্তা(ওসিএলএসডি) শহীদ আলম এ প্রতিনিধিকে জানান, খাদ্য অধিদফতরের পরিচালনায় শুধুমাত্র রামগড় পৌরসভা এলাকায় ওএমএস এর কার্যক্রম বৃহ:বার থেকে শুরু  হয়েছে। শুক্রবার ছাড়া সপ্তাহে( রবিবার থেকে বৃহ:বার) ৫ দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতি ডিলারকে দুই মেট্রিকটন করে ওএমএস এর চাউল জনগনের মাঝে বিক্রয় করা হবে।  যা পরবর্তিত্বে উক্ত কার্যক্রম চলমান রয়েছে।