রামগড়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত
রামগড় প্রতিনিধি: রামগড় থানা ও কমিউিনিটি পুলিশিং ফোরাম রামগড় এর আয়োজনে “মুজিবর্বষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র” এ শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২০পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর)সকাল ১১টায় থানা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ওসি তদন্ত মনির হোসেন এর সঞ্চালনায় রামগড় থানার অফিসার ইনচার্জ মো. সামসুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন রামগড় সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব সৈয়দ মোহাম্মদ ফরহাদ। এসময় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন- সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মু, মাহমুদ উল্লাহ মারুফ, পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন, ১নং ইউপি চেয়ারম্যান শাহআলম মজুমদার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধ কমান্ডার মফিজুর রহমান। উন্মুক্ত আলোচনা সভায় অরো বক্তব্য রাখেন সাংবাদিক নিজাম উদ্দিন, পুলিশিং কমিটির সদস্য শাহ আলম- প্রদেশ ত্রিপুরা, ফরিদ উদ্দিন।
আলোচনা সভায় বক্তাগন বলেন-“মুজিবর্বষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র” এ শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সাধারণ জনগন ও পুলিশ বিভাগ অতীতের মতো সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এক সাথে কাজকরার প্রত্যয় ব্যক্ত করেন।এতে আরো উপস্থিত ছিলেন পুলিশ বিভাগের অফিসার- সদস্য, জনপ্রতিনিধি, উপজেলা-ওর্য়াড পুলিশিং কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও রাজনৈতিক-সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমূখ।