• September 11, 2024

রামগড়ে গৃহবধু ধর্ষিত, আটক ১

রামগড় প্রতিনিধি: রামগড়ে বৃহ:বার (২৭ জুন) রাত সাড়ে ৮টার সময় গৃহবধুকে ধর্ষণের অভিযোগে অহিদুর রহমান (৪৫) নামে একজন কে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

ধর্ষিতা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের মধুপুর এলাকার মফিজুর রহমানের ছেলে অহিদুর রহমান পাশের গ্রামে ধাতারাম পাড়ার ফিরোজা আক্তারের বাড়ির পাশে তার একটি টিলাভূমি নিয়মিত দেখাশুনার সুবাদে পরিচয় হয় কিন্তু গত রাতে বাড়িতে কেউ না থাকায় ধর্ষক ঘরের জানালা খুলে ঘরে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের সময় পাশে ঘুমিয়ে থাকা শিশু সন্তানসহ ধর্ষিতার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধর্ষককে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষক কে আটক করে। এ ব্যাপারে ধর্ষিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে রামগড় থানায় একটি মামলা দায়ের করেছে।

রামগড় থানা অফিসার ইনচার্জ তারেক মো: আবদুল হান্নান এ প্রতিনিধিকে জানান, রাতেই ধর্ষককে আটক করা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষককে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post