• December 11, 2024

রামগড়ে ছাত্রদল নেতার উপর ছাত্রলীগের হামলার নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট: খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও রামগড় পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম বিশাল এর উপর রামগড় মাংস বাজারে পৌর ছাত্রলীগের সদস্য সচিব নাইম হাসান নয়ন, রামগড় কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অপু দাশ, জিয়া, নাসির ও কিশোরের নেতৃত্বে ১০-১২ জন ছাত্রলীগের সন্ত্রাসীরা বিনা উস্কানীতে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা করে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে দেশীয় অস্ত্রের আঘাতে তার শরীরে বিভিন্ন অংশে গুরুতর জখম করেছে। খাগড়াছড়ি জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক বাপ্পী দাশ স্বাক্ষরিত সংবআদ মাধ্যমে পাঠানো এক প্রেসবার্তায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া ছাত্রলীগ সন্ত্রাসীদের এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সন্ত্রাসীদের এহেন ন্যাক্কারজনক হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানান জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শাহেদুল হোসেন সুমন ও সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল আলম জাহিদ সহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা। ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার পুর্বক আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post