রামগড়ে জনতার হাতে উপজাতীয় চাঁদাবাজ আটক
স্টাফ রিপোর্টার: রামগড়ে চাঁদাবাজির সময় এক চাঁদাবাজকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে বিজিবি’র কাছে সোপর্দ করেছে জনতা। ২৯ এপ্রিল রবিবার বেলা সাড়ে ১২ টায় রামগড়ের খাগড়াবিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত চাঁদাবাজের নাম প্রবীর ত্রিপুরা(২২)। সে উপজেলার রুপাইছড়ি গ্রামের নিরঞ্জয় ত্রিপুরার ছেলে। তার কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ বইসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজিবি ও স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার সাড়ে ১২ টার দিকে কালাডেবা বাজার এলাকায় একটি মোটরসাইকেল যোগে এসে তিনজন উপজাতীয় যুবক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছিল।
এ সময় বাজারের লোকজন সংঘবদ্ধ হয়ে ওই চাঁদাবাজদের ধরতে ধাওয়া করলে মোটরসাইকেল নিয়ে দুইজন দ্রুত পালিয়ে যায়। লোকজন প্রবীর ত্রিপুরা নামে একজনকে আটক করতে সক্ষম হয়। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী তাকে গণধোলাই দিয়ে কালাডেবা ক্যাম্পের বিজিবির সদস্যদের কাছে সোপর্দ করে।
রামগড় ৪৩ বিজিবি’র জোন এনসিও নায়েক সুবেদার মজিবুর রহমান জানান, আটক প্রবীর ত্রিপুরার কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ বই ও মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। সে ইউপিডিএফ’র সদস্য বলে তিনি জানান। পরে তাকে রামগড় থানায় হস্তান্তর করা হয়। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো: আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।