• March 27, 2025

রামগড়ে জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা- জাতীয় দিবস উদ্যাপনের লক্ষ্যে ৪মার্চ সকাল সাড়ে ১০টায় পরিযদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম বদরুদ্দোজা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,রামগড় থানা অফিসার ইনর্চাজ মো: শামসুজ্জামান, প্যানেল মেয়র আহসান উল্ল্যাহ, ১নং ইউপি চেয়ারম্যান শাহআলম মজুমদার,উপজেলা আ’লীগ সভাপতি মোস্তফা হোসেন, সংরক্ষিত মহিলা সদস্যা কণিকা বড়ুয়া।

এতে আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরে সরকারী র্কমর্কতা,বিজিবি-আনসার প্রতিনিধি,রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠক রংতুলি একাডেমি প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ। পরে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং স্বাধীনতা দিবস দিন ব্যাপী বাস্তবায়নের লক্ষ্যে পৃথক পৃথক উপ-কমিটি গঠন করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post