রামগড়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

 রামগড়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

রামগড় প্রতিনিধি “ সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পর পরই নিবন্ধন” এই প্রতিপাদ্যকে সমানে রেখে রামগড়ে ৬ অক্টোবর সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২১ উপলক্ষে এক আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।

ইউএনও(ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা: প্রতীক সেন, ১ ও ২ নং ইউপি চেয়ারম্যান শাহআলম মজুমদার ও মনিন্দ্র ত্রিপুরা, উপজেলা শিক্ষা অফিসার মো: ইলিয়াছ, মৎস্য অফিসার বিজয় কুমার দাসসহ প্রমূখ।

এতে আরো বক্তব্য রাখেন ১ ও ২ নং ইউপির উদ্যোক্তা এবং সচিব, উপজেলার দুইটি ইউপির মেম্বার রিপন, সাংবাদিক করিম শাহ্ সহ বক্তাগন বলেন-বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রথমে আমাদের জন্ম ও মৃত্যু নিবন্ধন সুনিশ্চিতকরনে লক্ষে প্রশাসন জনপ্রতিনিধির পাশাপাশি সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান।

এসময় সরকারী-বেসরকারী কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের সদস্য-সদস্যা, উদ্যোক্তা, সচিবগন উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post