রামগড়ে জাতীয় যুব দিবস পালিত
রামগড় প্রতিনিধি: “মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্যকে সমানে রেখে রামগড়ে ১নভেম্বর সকাল ১১ টায় উপজেলা যুব উন্নয়ন অফিস প্রাঙ্গনে জাতীয় যুব দিবস ২০২০ উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে।
ইউএনও মু,মাহমুদ উল্লাহ মারুফ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন- মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউছার, সংরক্ষিত মহিলা সদস্যা ও কাউন্সিলর কণিকা বড়ুয়া প্রমূখ। এতে আরো বক্তব্য রাখেন সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, প্রশিক্ষিত যুবক ইদ্রিস মোল্লা। উপজেলা সহকারী যুব উন্নয়ন মোশারফ হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাসার পাটোয়ারী। পরে প্রশিক্ষিত ৭৮জন যুব সদস্যদের মাঝে সাড়ে ১২লক্ষ্য বিশ হাজার টাকা ঋণের চেক বিতরণসহ হাঁস মোরগী গরু মোটা তাজা করণের ৭দিনের প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। এর আগে- উপজেলা যবু উন্নয়ন চত্তরের আশে পাশে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন মাষ্টার পাড়া যুব বন্ধু সংঘ ক্লাবের সদস্য বৃন্দ।
বক্তাগন বলেন-বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এদেশের যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানান।এসময় সরকারী-বেসরকারী কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন যুব সংঠনের সদস্য, সাবেক ন্যাশনাল সার্র্ভিসের প্রশিক্ষিত যুবগণ উপস্থিত ছিলেন।