রামগড়ে জাতীয় ৪৯তম গ্রীষ্মকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি: রামগড়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ-২০২২ সম্পন্ন।
শনিবার(১০ সেপ্টেম্বর) দুপুরে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গ্রীষ্মকালীন ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউছার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রামগড় স:উ: বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভা:) আব্দুল কাদের, ১নং পৌর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার কাজী সুহেল রানা। কর্তৃপক্ষ এ প্রতিনিধিকে জানান, গত ৬ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন খেলায় অংশগ্রহন করেন।