• February 19, 2025

রামগড়ে দুঃস্থ পরিবারের মাঝে বিজিবি’র  ত্রাণ বিতরণ

 রামগড়ে দুঃস্থ পরিবারের মাঝে বিজিবি’র  ত্রাণ বিতরণ
রামগড় প্রতিনিধি: রামগড় উপজেলার স্থানীয় পাহাড়ী এবং বাঙালি গরীব দুঃস্থ জনসাধারনের মাঝে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন এর অধীনস্থ বিওপি ও ক্যাম্প সমূহে স্বাস্থ্য বিধি মেনে ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
৩ জুলাই শনিবার ৪৩ বিজিবি’র কমান্ডার ও জোন অধিনায়ক লে. কর্ণেল আনোয়ারুল মাজহার এর সার্বিক নির্দেশনায় বিওপি ও ক্যাম্প সমূহে  সুবেদারগনদের মাধ্যমে এসব তাণ বিতরণ করেন।
জানা যায়, বিদ্যানন্দ ফাউন্ডেশন হতে ১৫০ প্যাকেট ও রামগড় জোন সদর হতে ১৫০ প্যাকেট ত্রাণ। এতেছিল  চাউল, আটা, ডাল, লবন ও বিস্কুট। কর্তৃপক্ষ আরো জানান, বিতরণ কালে এলাকার সম্প্রীতি ও উন্নয়নের লক্ষে ৪৩ বিজিবি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ী এবং বাঙালিদের জীবন যাত্রার মান  উন্নয়নে রামগড় জোন এর প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post