• February 9, 2025

রামগড়ে দুর্নীতি বিরোধী জাতীয় বির্তক প্রতিযোগিতার সনদ বিতরণ

রামগড় প্রতিনিধি: “দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য” বিষয়ে রামগড় উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী জাতীয় বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১০মার্চ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন এর আয়োজনে অক্্রফ্যাম ইন বাংলাদেশ ও চ্যানেল আই সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলার ২টি ইউনিয়নের ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে ৬টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশ গ্রহণ করে। উপজেলা পর্যায়ে প্রথম হয়েছেন নাকাপা উচ্চ বিদ্যালয় ও ২য় হয়েছেন বলিপাড়া উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আ,ন,ম বদরুদ্দোজা ।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু কাউছার, উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রাম কর্মকর্তা রেহান উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: আলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহআলম, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন-সদস্য করিম শাহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post