রামগড়ে নৌকা প্রতীকে লড়বেন ছাত্রলীগ নেতা রফিকুল আলম কামাল

রামগড় প্রতিনিধি: আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া রামগড় পৌরসভার নির্বাচনে অপর দুই মনোনয়ন প্রত্যাশীকে পিছনে ফেলে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন

‘করোনা’র দুর্যোগ মোকাবিলায় বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করলেন লক্ষ্মীছড়ি ইউএনও
অনিকা চাকমার একমাত্র গোলে লক্ষ্মীছড়ির মরাচেঙ্গী স্কুল চ্যাম্পিয়ন
৮ হাজার পানিবন্ধীর মাঝে খাদ্য বিতরণ শুরু করেছে খাগড়াছড়ি পৌরসভা
রামগড় প্রতিনিধি: আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া রামগড় পৌরসভার নির্বাচনে অপর দুই মনোনয়ন প্রত্যাশীকে পিছনে ফেলে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও পৌর আ’লীগের সভাপতি রফিকুল আলম কামাল।
৭ অক্টোবর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণবভনে তার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামীলীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় মেয়র পদে দলীয় নৌকা প্রতীকে রফিকুল আলম কামালকে মনোনয়ন দেয়া হয়। আ’লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর ইভিএমের মাধ্যমে খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে শেষ তারিখ আগামী ৯ অক্টোবর। মনোনয়রপত্র বাছাই ১১ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর।