Homeস্লাইড নিউজশিরোনাম

রামগড়ে নৌকা প্রতীকে লড়বেন ছাত্রলীগ নেতা রফিকুল আলম কামাল

রামগড় প্রতিনিধি: আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া রামগড় পৌরসভার নির্বাচনে অপর দুই মনোনয়ন প্রত্যাশীকে পিছনে ফেলে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
মহালছড়িতে করোনা শনাক্ত পরিবারের পাশে গ্রামবাসী
গঠনমুলক ও দায়িত্বশীল প্রতিবেদন প্রকাশের আহবান-বিএমএসএফ’র
রামগড় প্রতিনিধি: আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া রামগড় পৌরসভার নির্বাচনে অপর দুই মনোনয়ন প্রত্যাশীকে পিছনে ফেলে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও পৌর আ’লীগের সভাপতি রফিকুল আলম কামাল।
৭ অক্টোবর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণবভনে তার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামীলীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় মেয়র পদে দলীয় নৌকা প্রতীকে রফিকুল আলম কামালকে মনোনয়ন দেয়া হয়। আ’লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর ইভিএমের মাধ্যমে খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে শেষ তারিখ আগামী ৯ অক্টোবর। মনোনয়রপত্র বাছাই ১১ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর।