রামগড়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ১২ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে ১ জনকে। ২৬ জুন দেশ ব্যাপী চলমান মাদক বিরোধী বিশ

মানিকছড়ি উপজেলায় ৬ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু
খাগড়াছড়িতে গভীর রাতে আগুনে পুড়লো ব্যবসা প্রতিষ্ঠান
মানিকছড়িতে মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের ত্রান সামগ্রী বিতরণ

রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ১২ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে ১ জনকে। ২৬ জুন দেশ ব্যাপী চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নান এর নেতৃত্বে রামগড় থানা পুলিশ রামগড় পৌরসভার ৪ নং ওয়ার্ডের মাষ্টারপাড়া (বাগানের কোনা) থেকে একই এলাকার আব্দুর রশিদের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী শফিকুল বশর ওরফে স্বপন (৩৫) কে  ১২ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোঃ আব্দুল হান্নান জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশো:/০৩) এর ১৯ (১) টেবিল ৯(ক) ধারা অনুযাযী মামলা রুজু করা হয়েছে, মামলা নং ০৮(০৬)১৮। এছাড়া মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।