• January 15, 2025

রামগড়ে পূজামণ্ডপ পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব নাজমুল আরা

 রামগড়ে পূজামণ্ডপ পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব নাজমুল আরা

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: ১৯২০ সালের প্রাচীন সাবেক মহকুমা শহর রামগড় উপজেলার একমাত্র পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) নাজমুল আরা সুলতানা ।

২২অক্টোবর রোববার রাতে তিনি রামগড় উপজেলার শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং মন্দির পরিচালনা কমিটির সাথে কৌশল বিনিময় করেন। এছাড়াও জেলা প্রশাসকের নির্দেশে পূজামণ্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিতকল্পে দায়িত্বরতদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদানসহ পূজায় নিরাপত্তাসহ সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পূজা মন্ডপে নিরাপত্তা বিষয়ে খবর নেন। পরে পূজামণ্ডপে আরতি প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিল্পীদের আরতি প্রদর্শন উপভোগ করেন।

পরিদর্শনকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, মিসেস চেয়ারম্যান ভৈরবী ত্রিপুরা, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শুভাশীষ দাশসহ পূজামণ্ডপের অন্যান্য সদস্য এবং স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post